• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • লিড ৩

সকাল সকাল কেন্দ্রে যান, আপনারা ভয় পাবেন না : ড. কামাল হোসেন

প্রকাশের সময় : December 30, 2018, 12:02 am

আপডেট সময় : December 29, 2018 at 8:35 pm

সাব্বির আহমেদ : ড. কামাল হোসেন বলেছেন, ভোটাররা সাহস করে কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে। জনগণের শক্তির সাথে তারা পারবে না। সকাল সকাল কেন্দ্রে যান, আপনারা ভয় পাবেন না। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, যারা প্রথমবারের মতো ভোট দিতে যাবে, মনে রাখবে; ‘যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও, তবেই বাংলাদেশ।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন, সবাই সম্মানিত। সততার সঙ্গে দায়িত্ব পালন করলে আপনাদের সম্মান বাড়বে। আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন। সরকারি কর্মকর্তারা কোন দলের নয়, জনগণের সেবক। জনগণ দেশের মালিক, কোন অন্যায় নির্দেশ মানবেন না।
ঐক্যফ্রন্টে কোন বিভেদ নেই, এ দাবি করে ড. কামাল বলেন, ঐক্য আরও সুসংহত হয়েছে। নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সম্ভাবনা নেই। আমি ভয় পাই না, আমি বিচলিত নই। আমার নিরাপত্তার জন্য কোনো পুলিশ প্রয়োজন হয়নি। সকাল ৮টা/৯টার মধ্যে ভোট দেবো। আমি বিশ্বাস করি, জনগণ আমাদের ভোট দিয়ে দেশে পরিবর্তন আনবে।
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট দিতে না পারলেও স্বজনদের ফোন করে ভোটে যেতে বলুন। ভোট দিতে পারলে এ আনন্দের অংশীদার আপনিও হবেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)