শিমুল মাহমুদ : কারাগার থেকে পাঠানো এক বার্তায় ভোটকেন্দ্র পাহারা দিতে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। গতকাল শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসনের এই বার্তা পড়ে শোনান।
বার্তায় বলা হয়, আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের, দেশকে মুক্ত করার, সকল হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ।
প্রধান নির্বাচন কমিশনার সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না অভিযোগ করে রিজভী বলেন, সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে। আমরা জানি যে নির্বাচন কমিশনের সবাই শিক্ষিত, আর শিক্ষিত মানুষের মন হয় শাণিত, ধারালো। বিবেকের তাড়নায় তারা যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করেন, নিশ্চয় তারা অভিনন্দিত হবেন। নয়তো ইতিহাসের আস্থাকুড়ে তাদের জায়গা হবে।
গত শুক্রবার সারাদেশে মামলা দায়ের হয়েছে ৫৯টি, ১১৭৭ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, আমাদের শক্তি হচ্ছে জনগণ, জনগণের ¯্রােত সকল এবড়োথেবড়ো মাঠ সমান করে দেবে।
এর আগে গত ৮ নভেম্বর ২০১৮ তফশীল ঘোষণার পর হতে গতকাল ২৮ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত মোট গ্রেফতার ১১৫০৬ জন নেতাকর্মী, গায়েবী ও মিথ্যা মামলার সংখ্যা ৯৫৭টি বলে জানান তিনি।
নির্বাচন কমিশন উদ্দেশ্য করে রিজভী বলেন, নির্বাচন কমিশন যা করেছেন তাতে আস্থা পাওয়ার মতো কিছুই নেই। বরং আমাদের মনে হয়েছে, নির্বাচন কমিশন সরকারের সুধাসদনের আরেকটি বর্ধিত ভবন।
ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, ভোটাররা ভোটকেন্দ্র পাহারার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন। পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেবেন। ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানোর জন্য আপনাদের অনুরোধ করছি। ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন। ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন। আপনারা শুধু সাধারণ ভোটারই নন, ভোটারদের অতন্দ্র প্রহরী। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে কে কতো ভোট পেলো, তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না। সম্পাদনা : রেজাউল আহসান