• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • লিড ৩

রেহানা ও পুতুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শেখ হাসিনা

প্রকাশের সময় : December 31, 2018, 12:02 am

আপডেট সময় : December 30, 2018 at 10:22 pm

আবুল বাশার নূরু : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। রোববার সকাল আটটায় ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগেই তিনি কেন্দ্রে উপস্থিত হন। এই কেন্দ্রে শেখ হাসিনাই প্রথম ভোট প্রদান করেন। শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল ও ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে শেখ হাসিনা নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, যেকোন প্রকার জনরায় মেনে নিতেও প্রস্তুত রয়েছি। জনগণের ওপর আমার বিশ্বাস রয়েছে এবং জানি তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা আমাদেরকেই পছন্দ করবে। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং আমি বিশ্বাস করি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য জনগণ নৌকায় ভোট দেবে এবং আরেক বার তাঁদের সেবা করার জন্য আমাদের সুযোগ দেবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)