• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • লিড ৫

ড. কামাল আভাস দিলেন, গণফোরামের দুই এমপি শপথ নেবেন

প্রকাশের সময় : January 6, 2019, 12:02 am

আপডেট সময় : January 5, 2019 at 8:35 pm

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংসদ নির্বাচনে গণফোরাম থেকে জয়ী দু’জনের শপথ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। পরে বিষয়টি স্পষ্ট করা হবে। গতকাল বিকেলে রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভার পর সংবাদ সম্মেলন করেন ড. কামাল। তিনি বলেন, ‘এমপিরা শপথ নিলে ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরবে না। সরকারকে চাপে রাখার জন্য এই ঐক্য থাকবে।’
ড. কামাল বলেন, ‘আমাদের দুই প্রার্থীকে আমরা অভিনন্দন জানিয়েছি। কারণ তারা এমন প্রতিকূল পরিবেশেও ভোটে জয়ী হয়েছেন। এটা তাদের অর্জন। তারা সংসদে ভূমিকা রাখতে পারেন।’
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, ‘অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে ভেবে ছিলাম। দুঃখজনক ব্যাপার হলো, যেভাবে ভোট কারচুপি হয়েছে তাতে সংবিধানের ওপর আঘাত করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের ওপরও আঘাত এসেছে। অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়। অবাধ ভোট না হলে সংবিধানের উপর আঘাত আসে।’
নির্বাচনে ভোট কারচুপির বিভিন্ন অনিয়ম তুলে ধরে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশবাসী আজ উদ্বিগ্ন। তারা উৎকণ্ঠায় আছে, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ভোট কারচুপির দলিলপত্র আছে। তা দিয়ে আইনি ব্যবস্থা নেয়া যাবে।’
লিখিত বক্তব্যে ড. কামাল নির্দলীয়, নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ফের নির্বাচনের দাবি করেন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘ঐক্যফ্রন্টে জামায়াত নেই। তবে ২০ দলীয় জোটে জামায়াত আছে।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)