আব্দুল হামিদ : নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। গতকাল রোববার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেয়। পরে ভার্সেটাইল অ্যাপারেল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান একে ফজলুল হকের অনুরোধে অবরোধ প্রত্যাহার কওে নেয়। তবে আজও সড়কে অবস্থান নিতে পারে অন্দোলনকারিরা। শ্রমিকদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণ খান এলাকা থেকে শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করে। গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে বিমানবন্দরের সামনের গোলচত্বরে সামনে শ্রমিকরা অবস্থান নেয়। এর পাশাপাশি জসিম উদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর, হাউজবিল্ডিংসহ আবদুল্লাহপুর এলাকায় তাদের বিক্ষোভ চলতে থাকে। আন্দোলনরত শ্রমিকদের মধ্যে শাখাওয়াত নামের এক আন্দোলনকারী জানান, সকালে সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সে বিক্ষোভে এসেছেন।
দক্ষিণ খানের চালাবন এলাকার ইপিলিয়ন গার্মেন্টের কর্মী সুমাইয়া অভিযোগ করে বলেন, তাদের ওপর নানা ধরনের ‘অন্যায়’ করা হয়, এজন্য তারা পথে নামতে বাধ্য হয়েছে।
এদিকে বিমানবন্দর সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ থাকায় বিদেশগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেককে কুড়িল থেকে ব্যাগ হাতে হেঁটে বিমানবন্দরে যেতে দেখা গেছে। দুপুর পর্যন্ত বিক্ষোভ করে বেলা পৌনে ২টার দিকে বিমানন্দরের সামনে গোল চত্বরের অবস্থান ছেড়ে উঠে যান বিক্ষোভকারীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, ‘সকাল থেকেই শ্রমিকরা আন্দোলন শুরু করে রাস্তা বন্ধ করে দেয়। এরপর আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে মালিকপক্ষের লোকজনকে শ্রমিকদের সামনে নিয়ে এসেছি। মালিকদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে। শ্রমিকরা যেন সরকারি মজুরি কাঠামোতে বেতন পায়। সে বিষয়ে আমাদের নজর থাকবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব