মামুন আহম্মেদ খান : ছোট পর্দার জনপ্রিয় মুখ অহনা রহমান ট্রাকের ধাক্কায় আহত হওয়ার মামলায় ট্রাকচালক মোহাম্মদ সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই হুমায়ুন কবীর আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ভোরে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরআগে শুক্রবার আশুলিয়া থেকে চালকের সহকারী মো. রোহানকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরদিন শনিবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ৯ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় অভিনেত্রী অহনাকে ট্রাকের ধাক্কায় আহত করার ঘটনায় মামলা করেছেন অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু।