মামুন আহম্মেদ খান : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. দিদার হোসেন এ আদেশ দেন।
নওশাবার আইনজীবী ইমরুল কাওছার জানান, মামলাটিতে গত ২১ আগষ্ট আদালত নওশাবাকে অন্তবর্তীকালীন জামিন দেন। এরপর প্রতি ধার্য তারিখে তিনি আদালতে হাজিরা দেন। তিনি জামিনের কোন শর্ত ভঙ্গ করেননি। নওশাবা শারীরিকভাবে অসুস্থ, তার মেডিকেল রিপোর্ট আমরা আদালতে দাখিল করেছি। যেহেতু তিনি অসুস্থ এবং জামিনের কোন শর্ত ভঙ্গ করেননি তাই আমরা তার স্থায়ী জামিনের আবেদন করি। বিজ্ঞ আদালত তাকে স্থায়ী জামিনের আদেশ দেন।
শুনানিকালে নওশাবা আদালতে হাজির ছিলেন। এদিকে এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য একই আদালত আগামী ৩ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে কাজী নওশাবাকে আটক করে র্যাব। এরপর র্যাব-১ বাদী হয়ে মামলা করে। গত ৫ আগস্ট এ আসামির চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। গত ২১ আগস্ট জামিন পান কাজী নওশাবা।