• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • অন্যান্য সংবাদ
    • অফবিট
    • নগর সংস্করণ
    • মিনি কলাম
    • খ্রিস্টীয় দর্পণ
    • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

ট্রাফিক শৃঙ্খলার মধ্যেই সড়কে বিশৃঙ্খলা, ২ দিনে ৭০ লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশের সময় : January 18, 2019, 12:00 am

আপডেট সময় : January 17, 2019 at 9:25 pm

মাসুদ আলম : ট্রাফিকের শৃঙ্খলা ফেরানোর মধ্যেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা চোখ এড়াচ্ছে না। যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করছে গণপরিবহনগুলো। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার প্রায় হচ্ছেই না। সঠিক ব্যবস্থাপনা এবং ঠিকমতো প্রচার না হওয়াকেই দুষছেন সাধারণ মানুষ। একটু সুযোগ পেলেই রাস্তার মধ্যে দিয়ে দৌঁড় দিচ্ছেন পথচারিরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এমন দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার ও বুধবার দিনভর রাজধানীতে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৩ হাজার মামলা করেছে পুলিশ। জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া, অভিযানের সময় ৭৮টি গাড়ি ডাম্পিং ও ১ হাজার ৬শ গাড়ি রেকার করা হয়েছে। এদিকে অভিযানের কারণে সড়কে গণপরিবহন কমেছে। দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, সড়কে শৃঙ্খলা আনতে নেয়া হচ্ছে সব রকমের উদ্যোগ। সবাই সচেতন না হলে সড়কে শৃঙ্খলা ফেরানের সম্ভব নয়।পথচারীরা বলছেন, অন্যবারের থেকে এবার প্রচারণা কম থাকায় বিশৃঙ্খল সড়ক। সাধারণ মানুষকে ট্রাফিক আইনের ব্যাপারে সহযোগিতা করতে হবে। বিভিন্ন কোম্পানি বিলবোর্ডে যে অ্যাড দিচ্ছে, ট্রাফিক রুলগুলো যদি সেরকম অ্যাডের মাধ্যমে দেখানো যেত তাইলে হয়তো কিছু নিয়মের মধ্যে আসতো সাধারণ মানুষ। সবার আগে সবাইকে সচেতন হতে হবে।
পুলিশের ধানম-ি জোনের সহকারি কমিশনার (ট্রাফিক) আকরাম হোসেন বলেন, দিন দিন ট্রাফিক ব্যবস্থা উন্নত হচ্ছে। এবার আমরা বিশেষভাবে ব্যবস্থা নিয়েছি মানুষের কাছে ম্যাসেজ পৌঁছে দেওয়া জন্য। সবার সম্মিলিত চেষ্টা থাকলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এভাবে চললে একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে ৩১ জানুয়ারি। সম্পাদনা : খালিদ আহমেদ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

news@amaderOrthoneeti.com

ENA SHAKUR'S EMARAT 19/3 Bir Uttam Qazi Nuruzzaman Sarak. West Panthapath (Beside Square Hospital)Dhaka.