• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • অন্যান্য সংবাদ
    • অফবিট
    • নগর সংস্করণ
    • মিনি কলাম
    • খ্রিস্টীয় দর্পণ
    • প্রবারণা পূর্ণিমা

খেলা

বিপিএলের প্রথম একশ উইকেট শিকারি সাকিব

প্রকাশের সময় : January 24, 2019, 12:00 am

আপডেট সময় : January 23, 2019 at 9:35 pm

নিজস্ব প্রতিবেদক : প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শততম উইকেট শিকার করেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিপিএলে ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলেছেন সাকিব। সাড়ে ছয় ইকনমি রেট ও ১৬ গড়ে ১০০ উইকেট শিকার করেছেন তিনি।

সাকিবের পরেই বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন পেসার শফিউল ইসলাম। ৫৭ ম্যাচে ৬৭ উইকেটের মালিক শফিউল। মাশরাফি বিন মুর্তজা আছেন তার পরেই। ৬৮ ম্যাচ খেলে ৬৪ উইকেট নিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। উইন্ডিজ অলরাউন্ডার কেভন কুপার আছেন সেরা পাঁচ বিপিএল বোলারদের তালিকায়। মাত্র ৩৮ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

সেরা পাঁচের আরেক বোলার রুবেল হোসেন। ৪৯ ম্যাচ খেলে ৫৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এছাড়া তাসকিন আহমেদ ও আরাফাত সানিরাও পিছিয়ে নেই। দুইজনই যথাক্রমে ৫৫ ও ৫৪ উইকেটের মালিক।

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

news@amaderOrthoneeti.com

ENA SHAKUR'S EMARAT 19/3 Bir Uttam Qazi Nuruzzaman Sarak. West Panthapath (Beside Square Hospital)Dhaka.