• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

লিড ৩

ড. সালেহউদ্দিন আহমদ বললেন, পর্যবেক্ষণের অভাবেই দেশের ব্যাংকিং খাতের বর্তমান দুরাবস্থা

প্রকাশের সময় : January 26, 2019, 12:01 am

আপডেট সময় : January 25, 2019 at 9:12 pm

মনিরুল আলম: ‘ব্যাংকগুলোর আর্থিক বিবরণীতে দেয়া প্রধান সূচকসমূহ সংশ্লিষ্ট ব্যাংকের প্রকৃত চিত্র তুলে ধরছে কিনা তা ঠিকমতো পর্যবেক্ষণ না করার দায় এড়াতে পারবেনা বাংলাদেশ ব্যাংক। এই পর্যবেক্ষণের অভাবেই দেশের ব্যাংকিং খাতের বর্তমান দুরাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নজরদারী নিশ্চিত করে মূদ্রানীতির অর্থবহ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে সঠিক ধারায় এগিয়ে নিতে পারে।’
মূদ্রানীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর (২০০৫-২০০৯) ড. সালেহউদ্দিন আহমদ গতকাল আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন । আসছে ৩০ জানুয়ারী বাংলাদেশ ব্যাংক নতুন মূদ্রানীতি ঘোষণা করবে। তিনি বলেন, উচ্চ মাত্রার খেলাপী ঋণ, ব্যক্তিখাতে ঋণের প্রবাহে ঘাটতি ও ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ এসবই মূদ্রানীতির যথাযথ প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এটা বাংলাদেশ ব্যাংককেই করতে হবে।
তিনি বলেন, ব্যাংকিং খাতে যে অবস্থা এখন চলছে তা বাংলাদেশ ব্যাংকের নীতি বাস্তবায়নের দুর্বল চিত্রই প্রকাশ করে। তার মতে বাংলাদেশ ব্যাংক এখন আর রেগুলেটর হিসেবে তেমন শক্ত অবস্থান নেয়না।

ড. সালেহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যাই বলুক না কেনো তারা এখন আর ঠিকমতো মনিটরিং করে না, নজরদারী করে না।’
তিনি বলেন, মূদ্রা পরিপালনে ব্যাংকগুলোকে কমপ্লায়েন্ট করতে না পারলে মূদ্রানীতির মৌলিক উদ্দেশ্যসমূহ অর্জিত হবে না।
তার মতে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের মৌলিক কাজ এর মধ্যে রয়েছে ব্যাংকগুলোতে গ্রাহকের জমাকৃত টাকার সুরক্ষা নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সঞ্চয় ও ঋণের সুদহার এবং মূদ্রার বিনিময় হারের উপর নজরদারী । সম্পাদনা : ইকবাল খান

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)