সাইদ রিপন : রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার মোট ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৪৩৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৬২০ কোটি, প্রকল্প ঋণ প্রায় ২ হাজার ৫২৭ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২৮৫ কোটি টাকা। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সংবাদ সম্মেলন করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, সভায় তিন ফসলের জমি নষ্ট না করতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এবার থেকে তিন ফসলি জমি ও চর কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখন থেকে স্থাপনা নির্মাণ করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এই বিষয়ে ভূমি আইন করতে হবে। সবাইকে ভূমি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, পর্যায়ক্রমে মিটারগেজ থেকে সব রেল লাইন ব্র্রডগেজ করতে হবে। সারাদেশের জমির জন্য একটি ডিটেইল প্লান করার কথা বলেছেন। যেন জমির সঠিক ব্যবহার করা যায়। তিন ফসলি জমিতে যেন কোনভাবেই শিল্প প্রতিষ্ঠান করা না হয় সে ব্যপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রতিটি শিল্প কারখানায় আধুনিক বর্জ ব্যবস্থাপনা (ইটিপি) রাখার উপর আবারও জোড় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, রেলের ছোট পার্স দেশেই তৈরি করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। আমদানী নির্ভরতা কমিয়ে আনতে হবে। নিজেদেরই তৈরি করতে হবে রেলের যন্ত্রাংশ। এছাড়া বিদ্যুৎ উৎপাদানে আমরা খুবই ভালো করেছি। যেটা এ নির্বাচনে আমাদের ভোট পেতে সহায়তা করেছে।
অনুমোদিত প্রকল্পগুলো হলোÑরেলপথ মন্ত্রণালয়ের ৭০টি মিটার গেজ (এমজি) ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ সংগ্রহ (প্রথম সংশোধিত), পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ (১৯.৫ লাখ গ্রাহক সংযোগের সংসথানসহ), পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন (সংশোধিত), আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ষষ্ঠ কিলোমিটারে ১০৩.৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ, কক্সবাজারে লিংক রোড-লাবনী মোড় সড়ক (এম-১১০) চার লেনে উন্নীতকরণ, ডিজিটাল কানেকটিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন, বিদ্যুৎ বিভাগের সৈয়দপুর ১৫০ মেগাওয়াট ১০ শতাংশ সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন, রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসার এবং পুনর্বাসন। সম্পাদনা : আনিস রহমান