সোহেল রহমান : বেসরকারি সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ (টিআইবি) কর্তৃক দুর্নীতি বিষয়ক সদ্য প্রকাশিত প্রতিবেদনটি ‘দেখিনি’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় ‘দৈনিক আমাদের অর্থনীতি’র এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) ২০১৮ শীর্ষক প্রতিবেদনটি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে টিআইবি। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। মোট ১০০ পয়েন্টের মধ্যে ২৬ স্কোর পেয়ে আগের বছরের (২০১৭) তুলনায় বাংলাদেশের চার ধাপ অবনতি হয়েছে। ইতোপূর্বে ২০১৭ সালে বিশ্বের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম এবং ২০১৫ সালে ছিল ১৫তম।
টিআইবি’র প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘টিআইবির রিপোর্ট আমি দেখিনি।’ কয়েক মুহূর্ত বিরতি নিয়ে তিনি আরও বলেন, ‘টিআইবির কাজ টিআইবি করে, আমার কাজ আমি করি। সবাই সবার কাজ করে।’ সম্পাদনা : আনিস রহমান