মাসুদ মিয়া : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিলো। সকালে জনসমাগম কিছুটা কম থাকলেও জুমার নামাজের পর মেলার মাঠে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার দিকে পুরো মেলার মাঠ জনসমুদ্রে পরিণত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ১ জানুয়ারির পরিবর্তে মেলা শুরু হয়েছে ৯ জানুয়ারি। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। সে হিসেবে এটি মেলার চতুর্থ শুক্রবার। মেলার একেবারে শেষদিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারিও পড়েছে শুক্রবার।
এ ছাড়াও গতকাল বিকেল ৩টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এরই প্রেক্ষিতে ব্যবসায়ীদের আশঙ্কা, এ রকম বাস্তবতায় বাণিজ্য মেলায় জনসমাগম হলেও এ বছর তাদের ব্যবসা অন্যান্য বছরের তুলনায় কম হবে। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মেলায় ক্রেতাদের বড় অংশ মধ্যবিত্ত। মাসের প্রথম সপ্তাহে তারা তুলনামূলক বেশি কেনাকাটা করেন। এ বছর দেরিতে মেলা শুরু হওয়ায় মধ্যবিত্ত শ্রেণি জানুয়ারি মাসের বেতনের বড় অংশ অন্যখাতে খরচ করেছেন। অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, চলবে বাণিজ্য মেলাও। মধ্যবিত্ত শ্রেণির ফেব্রুয়ারি এরপর পৃষ্ঠা ২, সারি
(প্রথম পৃষ্ঠার পর)
মাসের টাকাও পুরোটা বাণিজ্য মেলায় আসবে না, একটা অংশ যাবে বইমেলাতেও।
সদর ঘাট থেকে স্ত্রী-সন্তান নিয়ে গতকাল সকালে মেলায় আসা বেসরকারী ব্যাংকের কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, ছুটির দিন বলে মেলায় এসেছি। সন্তান ও স্ত্রীর পছন্দের জিনিস কিনেছি। বাণিজ্য মেলার বেস্টন স্টলের সিনিয়র এক্সিকিউটিভ লিটন বলেন, বইমেলা শুরু হলেও মেলার অনেক কাজ বাকি আছে। তা ছাড়া বইমেলা জমে উঠতেও সময় লাগবে। তারপরও বাণিজ্য মেলার ব্যবসায়ীদের ব্যবসায় কিছুটা হলেও ভাটা থাকবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব