রাশিদ রিয়াজ : সৌদি আরব কিংবদন্তী সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার ছাড়াও ব্রিটেনের বিখ্যাত যাদুকর ডিনামো ও জগদ্বিখ্যাত ‘দি ইলিউসিওনিস্ট’, ‘১০০১’ ইনভেনশন সহ বিভিন্ন নাটক ও সিরিয়া সম্প্রচারের জন্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি সৌদি সিনেমা হল সম্প্রসারণে দর্শকদের যে বিপুল চাহিদা তৈরি হয়েছে তা মেটাতেই এসব বিখ্যাত সিরিয়াল ও নানা শিক্ষামূলক ধারাবাহিক সম্প্রচারের উদ্যোগ নিয়েছে দেশটি। আরব বিজনেস
পশ্চিমা বিভিন্ন এনটারটেইনমেন্ট কোম্পানি যেমন লুনা, জিইএসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সৌদি সরকার চুক্তি স্বাক্ষর করছে। জিইএ’র সচিব তুর্কি বিন আব্দুল মোহসেন আল শেখ বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরের পর জানান, ব্রিটেনের ‘ফ্লাইং মিউজিক’ সৌদিতে সম্প্রচার হবে। চুক্তি হচ্ছে টিম পার্টনার থ্রি’র সঙ্গেও। রমজান উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এজন্য পশ্চিমা কোম্পানিগুলো সৌদিতে সংশ্লিষ্ট বিভাগের লোকবলকে প্রশিক্ষণ দেবে। এছাড়া সৌদি পুলিশের সঙ্গে চুক্তি হচ্ছে বিভিন্ন তদন্ত ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান প্রচারের। আরেকটি চুক্তি হয়েছে ‘আল্টিমেট সোলজার চ্যালেঞ্জ’ ও ‘সোলজার চ্যালেঞ্জ’ ধারাবাহিক প্রচারের জন্যে। এবং এসব ধারাবাহিক সৌদি সেনাবাহিনীর জন্যে প্রচার করা হবে। এধরনের ধারাবাহিকগুলোর মধ্যে আরো রয়েছে ‘ইনসোমনিয়া’, ইতালির ‘ফেরারি ফেস্টিভাল’ ও মেলরস গ্রুপের বিভিন্ন অনুষ্ঠান।