• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • অন্যান্য সংবাদ
    • অফবিট
    • নগর সংস্করণ
    • মিনি কলাম
    • খ্রিস্টীয় দর্পণ
    • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

পরিকল্পনামন্ত্রী বললেন, বিদ্যুৎখাত ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে আরো ঋণ দিতে চায় জাইকা

প্রকাশের সময় : February 12, 2019, 12:00 am

আপডেট সময় : February 11, 2019 at 9:15 pm

সাইদ রিপন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে আরো ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান হিতোশি হিরাতার সাথে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এমএ মান্নান বলেন, বিদ্যুৎখাত ও অর্থনৈতিক অঞ্চলে আমরা যতো ঋণ নেবো জাইকা তত দেবে। আমাদের ঋণ দিতে জাইকা সবসময় ইতিবাচক থাকবে। জাইকার কাছে রেল ও সড়কে ঋণ চেয়েছিলাম কিন্তু কোনো আগ্রহ দেখায়নি। তাদের আগ্রহ বিদ্যুৎ ও অর্থনৈতিক অঞ্চলে। জাইকা আমাদের ভালো বন্ধু। দেশের উন্নয়নে জাইকা সবসময় আমাদের পাশে থাকবে। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ৪০টি উন্নয়ন প্রকল্পে জাইকা ঋণ দিয়েছে। সামনে নতুন নতুন প্রকল্পে ঋণ দেবে। তবে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। মানুষের কল্যাণে আমাদের প্রকল্প নিতে হবে। প্রকল্প প্রণয়নে অনেক দেরি হয়। এই সমস্যা যেন না থাকে এটা থেকে বের হতে বলেছে জাইকা।
বর্তমানে বাংলাদেশে ৪০টি উন্নয়ন প্রকল্পে ঋণ দিয়েছে জাইকা। দেশটির অর্থায়নে বর্তমানে বাস্তবায়নাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রোরেল, মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র,কাঁচপুর,মেঘনা ও গোমতী সেতু নির্মাণ, বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি রেলসেতু নির্মাণে সমীক্ষা, কর্ণফুলী পানি সরবরাহ ও ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্র। দেশের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় আগামীতে জাইকা ঋণ সরবরাহ আরো বাড়াতে চায় বলেও জানান মন্ত্রী। সম্পাদনা : নুসরাত শরমীন

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

news@amaderOrthoneeti.com

ENA SHAKUR'S EMARAT 19/3 Bir Uttam Qazi Nuruzzaman Sarak. West Panthapath (Beside Square Hospital)Dhaka.