আমিরুল ইসলাম : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বিশে^র মানচিত্রে বাংলাদেশ একটি অন্যতম নাম। স্বাধীনতার ৪৮ বছর পূর্তিতে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে শিক্ষাবিদ যতীন সরকার বলেছেন, স্বাধীনতার ৪৮ বছরে আমরা যা পেয়েছি তা রক্ষা করতে হবে, যা পাইনি সেটা অর্জন করার জন্য সাধনা করতে হবে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাধীনতার ৪৮ বছরে আমাদের প্রাপ্তি যে অনেক এবিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যে বৈষম্য ও সামাজিক ধাক্কায় পড়ে গিয়েছিলাম পাকিস্তান আমলে সেটা থেকে মুক্ত হয়ে আমরা আমাদের মতো করে সমাজ সংস্কার করতে পারছি। আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনেও ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক খাতে আমাদের প্রবৃদ্ধি অনেক বেড়েছে। স্বাধীনতার ৪৮ বছরে আমরা অনেক কিছু পেয়েছি। স্বাধীনতাবিরোধী যারা ছিলো, যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, চূড়ান্তভাবে যারা পাকিস্তানিদের দালালি করেছে তাদের অনেকের মৃত্যুদ- পর্যন্ত আমরা কার্যকর করতে পেরেছি। ছেলে মেয়েরা রাস্তায় বেরিয়ে এসেছে, নতুন ধরনের চিন্তা ভাবনা করেছে, এসমস্ত কছুই আমাদের ইতিবাচক প্রাপ্তি। কিন্তু এতো বছর পরও দেশে দরিদ্র মানুষ আছে। আমরা বলি দারিদ্র কমেছে। কিন্তু দারিদ্র নির্মূল হওয়ার অবস্থা নেই। এখনও রাস্তায় আমরা অনেক পথশিশু দেখতে পাই। পথশিশু নাম দিয়ে তাদের প্রতি এক ধরনের করুণা প্রদর্শন করা হয়। প্রকৃত বাস্তবে তারা নিজের জীবন ব্যবস্থা থেকে সম্পূর্ণ বঞ্চিত। লেখাপড়া করতে পারে না, খাওয়ার ব্যবস্থা নেই, আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। বস্তিতে যারা বাস করে তাদের অবস্থা দেখলে আমাদের স্বাধীনতার প্রাপ্তি সম্পর্কে অনেকটা নেতিবাচক ধারণা চলে আসে। কাউকে যেনো বস্তিতে না থাকতে হয় এটা নিশ্চিত করতে হবে। কোনো শিশুকে যেনো পথশিশু নাম নিয়ে সমাজে বেঁচে থাকতে না হয় এই ব্যবস্থা করতে পারলেই স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে। আমাদের সংগ্রাম ও স্বাধীনতার প্রকৃত সাফল্য আমরা অর্জন করতে পারবো।