ফাতেমা আহমেদ : বনানীর এফআর টাওয়ারে অগ্নিকা-ের ঘটনায় আহত আবু হেনা মোস্তফা কামাল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে অগ্নিকা-ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ালো। সূত্র : পূর্বপশ্চিম অনলাইন
নিহত আবু হেনা মোস্তফা কামাল এফআর টাওয়ারের ১১ তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। তার বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ।