আসিফুজ্জামান পৃথিল : ব্রেক্সিটের উপর পার্লামেন্টের আরো বেশি নিয়ন্ত্রণ আরোপের জন্য ভোটাভুটি করেছেন ব্রিটিশ এমপিরা। সোমবার লন্ডন সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় মধ্যরাত) এই ভোট অনুষ্ঠিত হয়। এদিকে ভোট শুরুর আগেই ‘কাস্টমস ইউনিয়ন’ বিকল্প বাতিল করে দিয়েছেন ব্রিটিশ মন্ত্রীরা। যদিও ইইউ বলছে, কাস্টমস ইউনিয়নের বিকল্প পাস হলেও ২২ মে ইইউ ত্যাগ করতে পারবে যুক্তরাজ্য। বিবিসি, সিএনএন, ডেইলি মেইল, গার্ডিয়ান।
ঐতিহ্যগত কারণে ইস্টারের ছুটিতে কখনই ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন বসে না। কিন্তু এবার পার্লামেন্টে ইস্টারের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার এমপিদের এই তথ্য জানিয়েছেন পার্লামেন্ট নেতা (চিফ হুইপ) আন্দেরা লিডসম। এমপিদের পাঠানো এক ইমেইলে তিনি বলেন, ‘ইইউ থেকে আমাদের বের হয়ে যাওয়ার জন্য পার্লামেন্টের সময় প্রয়োজন। আমাদের সাংবিধানিক প্রয়োজনের জন্যই পার্লামেন্টকে ছুটি ভুলে কাজ করতে হবে।’
এদিকে ইউরোপিয় সিঙ্গেল মার্কেটের জন্য এখনও কাজ করে যাচ্ছে লেবার পার্টি। তবে কনজারভেটিভ পার্টি বলছে তারা কোনভাবেই এটি হতে দেবে না।
রাজনৈতিক বিশ্লেষক রবিন ওয়াকলে মনে করেন, ব্রেক্সিটের সবগুলো বিকল্পই থেরেসা মে’র জন্য ভীতি জাগানিয়া। তিনি মনে করেন সিঙ্গেল মার্কেটের বিকল্পটিই আসলে সবচেয়ে ভালো বিকল্প। তিনি বলেন, ‘থেরেসার জন্য সবগুলো বিকল্পই ভীতিজাগানিয়া। সবচেয়ে সেরা বিকল্পটি থেরেসার জন্য ভয়ানকতম। এটি হলো কাস্টমস ইউনিয়ন। তার নিজ দলের ১৭০ জন এমপি এর বিরুদ্ধে তাকে চিঠি দিয়েছেন।’ সম্পাদনা : ইকবাল খান