বিনোদন ডেস্ক : ২২ মার্চ এফডিসিতে প্রতিবারের মত জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফ্রেন্ডস ভিউ স্টার এ্যাওয়ার্ড ২০১৯’। অনুষ্ঠানটি আয়োজন করেন ফ্রেন্ডস ভিউ অ্যান্ড মিডিয়া ও ইভেন্টসের চেয়ারম্যান রবি চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ এবঙ বিশেষ অতিথি ছিলেন প্রযোজক নজরুল রাজ, ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সাধারণ সম্পাদক বড়পর্দার জনপ্রিয় অভিনেতা জায়েদ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মিডিয়া অঙ্গনের তারকারা।
এসময় কাজের স্বীকৃতিতে ভূষিত করা হয় চিত্রনায়িকা অঞ্জনা, বিদ্যা সিনহা মীম ও পপিকে। চিত্রনায়কের মধ্যে ডি এ তায়েব, চঞ্চল মাহমুদ, বাপ্পি চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, শাহরিয়ার নাজিম জয়। এছাড়াও স্বীকৃতি দেয়া হয় অপু বিশ্বাস, শিরীন শিলা, সিদ্দীকুর রহমান, তাসকিন, তানজিব সারোয়ার, পূজা, বুলবুল টুম্পা, ইমু হাসমি, সৈয়দ রুমা, সুজন, ইমতু।
আরো পদক দেয়া হয় বিনোদন ফটোগ্রাফার আবু সুফিয়ান রতন, মডেল সোমা আফরোজ, আরজে সাইমুর, আরজে ফারহান, রুমানা নীর, ভাবনা, ডান্স কোরিওগ্রাফার রবিউল আলম, ফ্যাশন শো কোরিওগ্রাফি এসএইচ জনি, মডেল কো-অর্ডিনেট ইয়াসিন, প্রোগ্রাম কো-অর্ডিনেট অপূর্ব প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিবর্গকে।
অনুষ্ঠানে ‘সেরা অভিনেত্রীর’ এ্যাওয়ার্ড পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। এছাড়াও একঝাঁক অভিনেতা-অভিনেত্রী, মডেল, কণ্ঠশিল্পী, কোরিওগ্রাফার, ডিজাইনার, নৃত্যুশিল্পী ও সাংবাদিকসহ কলাকৌশলীরা ‘ফ্রেন্ডস ভিউ স্টার এ্যাওয়ার্ড’ পান। অনুষ্ঠান শেষে থাকে জমকালো ফ্যাশন শো, সেলিব্রেটি ড্যান্স ও গান।
এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে থাকে এশিয়ান টিভি ও ডেইলী টোয়েন্টিফোর লাইভ ডটকম