সৌরভ নূর : ২০১০ সালে শেয়ার বাজারে একটা বড় ধরনের পতনের পর থেকেই অস্থির হয়ে আছে পুঁজিবাজার। মাঝে মধ্যেই উত্তাল হয়ে উঠছে পুঁজি বাজার, প্রায়ই আন্দোলন-প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বিনিয়োগকারীরা। বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া সত্ত্বেও পুঁজি বাজারের দরপতন রোধ করা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজি বাজার নিয়ে কথা বেশি হয়েছে, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যে ভালো কোনো শেয়ারও আসেনি। বিশ^বাজারের তালিকাভুক্ত কোনো কোম্পানি আমাদের পুঁজি বাজারের সঙ্গে যুক্ত হয়নি। তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে কীভাবে?
তিনি আরো বলেন, এ অবস্থার পরিবর্তন ঘটাতে হলে একমাত্র অর্থ মন্ত্রণালয়কেই সোচ্চার হতে হবে, দায়িত্ব নিতে হবে এবং আমাদের অর্থমন্ত্রী যেহেতু এ ব্যাপারে বিজ্ঞ আশা করি তিনি কার্যকরী পদক্ষেপ নেবেন। এছাড়া সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ করতে পারলে পুঁজি বাজারে একটা পরিবর্তন আসতে পারে। মার্কেটে যদি ভালো শেয়ার না থাকে বিনিয়োগকারীদের শিক্ষা দিয়ে কী হবে। একদিকে ভালো শেয়ার আনতে হবে অন্যদিকে সরকারের শেয়ার বিক্রি করার উদ্যোগ নিতে হবে।