সুমন পাইক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভর্তির দিন থেকে অনেকটা ভালো বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক। গতকাল দুপুরে হাসপাতালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. জিলন মিয়া সরকার জানান, বেগম খালেদা জিয়া হাত পা ফোলা, বেশি ব্লাড সুগারসহ নানা জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসায় হাত পা ফোলা কমেছে ও ব্লাড সুগারও নিয়ন্ত্রণে এসেছে। তিনি ভালো আছেন।
তিনি আরো বলেন, এক কথায় বলতে পারেন যে আজকে অনেক ভালো। ওষুধ খাচ্ছেন। অবস্থার উন্নতি হচ্ছে।
গত সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে খালেদা জিয়াকে আনা হয়। তাকে কেবিন ব্লকের ৬২১ কক্ষে রাখা হয়েছে। সম্পাদনা : রেজাউল আহসান