মাকসুদা লিপি : এই প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য কোমল পানীয় ‘প্রাণ ফ্রুটো’র বিজ্ঞাপনের মডেল হলেন বলিউডের ‘দাবাং’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বেশ কিছুদিন ধরে এই বিজ্ঞাপনটি ভারতীয় বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। গতকাল বৃহস্পতিবার থেকে বিজ্ঞাপনটি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও প্রচার হতে দেখা যাচ্ছে। চ্যানেল আই অনলাইন, জাগো নিউজ
সোনাক্ষির ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল বৃহস্পতিবার অবমুক্ত করা হয়। বিজ্ঞাপনটি পুরোপুরি জিঙ্গেল নির্ভর ও মাস্তিতে ভরপুর। বাংলাদেশে প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনটি করে সোনাক্ষি নিজেও যে উচ্ছ্বসিত তার প্রমাণ পাওয়া গেল সোনাক্ষির ভেরিফায়েড ফ্যান পেজ দেখে। সেখানে তার কাভার ফটোতে এ বিজ্ঞাপনের একটি ছবি তিনি দিয়ে রেখেছেন। বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ভারতে। সম্পাদনা : রেজাউল আহসান