ইয়াছির আরাফাত : প্রি-রিলিজ টিকিট বিক্রির ক্ষেত্রে রেকর্ড গড়েছে মার্ভেল কমিকসের জনপ্রিয় সুপারহিরোদের নিয়ে নির্মিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। রিসেল ওয়েবসাইটে একটি টিকিটের দাম উঠছে ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার টাকারও বেশি। সূত্র : দেশরুপান্তর
অনলাইন রিসেল সাইট ই-বে’তে প্রথম দিনের আইম্যাক্সের একটি টিকিটের দাম উঠেছে ৫০০ ডলার। সাধারণত এখানে টিকিটের নিলাম শুরু হয় ৩৫ ডলার থেকে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুটো ওয়েবসাইটে দ্রুত টিকিট বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। যা ছাড়িয়ে গেছে ‘স্টার ওয়ার্স’ সিরিজের সর্বশেষ দুই সিনেমাকে।
‘এন্ডগেম’-এ আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো, ক্যাপ্টেন মার্ভেল, থর ও অ্যান্টম্যানসহ জনপ্রিয় কমিকস চরিত্রদের দেখা যাবে। এর মাধ্যমে ২২ মার্ভেল সিনেমার উপসংহার টানা হবে। এক জরিপে ২০১৯ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা নির্বাচিত হয়েছে ‘এন্ডগেম’।
সিনেমাটির পরিচালক জো ও অ্যান্থনি রুশো এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারে। ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে মার্ভেল ভক্তদের ধন্যবাদ জানান।
এদিকে অনেক দর্শক সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন ওয়েবসাইটগুলোর সমস্যার কারণে এখনো টিকিট সংগ্রহ করতে পারেননি। ‘এন্ডগেম’-এর আগের পর্ব ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ মুক্তি পায় ২০১৮ সালের। বছরের সবচেয়ে সফল সিনেমাটি আয় করে ২০০ কোটি ডলারেরও বেশি। ঠাঁই করে নেয় সর্বোচ্চ আয়ের তালিকার শুরুর দিকে।
‘এন্ডগেম’ ২৪ এপ্রিল মুক্তি পাবে অস্ট্রেলিয়া ও চীনে। এর পরদিন মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে। ২৬ এপ্রিল মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতে। সম্পাদনা : রেজাউল আহসান