সুস্মিতা সিকদার : অভিনেত্রী ব্রাই লারসন প্রথম নারী যিনি সুপারহিরো চলচ্চিত্রে অভিনয় করে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছেন। যা যুক্তরাষ্ট্রে ৩৫৮০ লাখ মার্কিন ডলার ও বিশ্বের অন্যান্য দেশে ৬৪৫০ লাখ মার্কিন ডলার আয় করে বলে ওয়াল্ট ডিজনি, মার্ভেল স্টুডিওর পেরেন্ট কোম্পানী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। যুক্তরাষ্ট্রের ২১টি চলচ্চিত্রের মধ্যে ‘ক্যাপ্টেন মারভেল’ সপ্তম স্থান অর্জন করেছে। গত বছরের চলচ্চিত্র ‘ব্লাক প্যান্থার’ কে হারিয়ে চলচ্চিত্রটি প্রথম সাত দিনে দ্বিতীয় সর্বোচ্চ স্থান অর্জন করেছে। এছাড়া আরেকটি বিখ্যাত চলচ্চিত্র ‘ও-ার ওমেন’ কেও হারিয়ে দিয়েছে। যা ২০১৭ সালে এক সপ্তাহে ১০০০ লাখ মার্কিন ডলার আয় করেছিলো।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যৌথভাবে এ্যানা বোডেন এবং র্যান ফ্লিক। চলচ্চিত্রটির কাহিনীতে একজন বিমানের নারী পাইলট দুর্ঘটনায় পতিত হয়। তখন তার ডিএনএ একজন এলিয়েনের ডিএনএর সাথে মিশে যায়। ফলে, ওই নারী সুপারম্যানের মতো শক্তিশালী হয়ে ওঠেন।