সুস্মিতা সিকদার : বৃহস্পতিবার এ ঘোষণা দেয় নেপাল কর্তৃপক্ষ। নেপাল টেলিকমিউনিকেশন্স অথরিটির উপ-পরিচালক সন্দীপ অধিকারী বলেন, এই গেম শিশু এবং কিশোরদের আসক্তি তৈরী করছে। তাই এটাকে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার থেকে এটা কার্যকর হয়েছে। ইয়ন
সন্দীপ অধিকারী আরো বলেন ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি অনুরোধ করার পর সমস্ত ইন্টারনেট সেবা প্রদানকারী, মোবাইল অপারেটর, নেটওয়ার্ক সেবা প্রদানকারী সকলকে পাবজি গেম বন্ধ করতে বলা হয়। পাবজি তৈরী করেছিলো দক্ষিণ কোরিয়ার একটি ফার্ম ব্লুহোল। এই গেমটি ২০১৭ সালে চালু করা হয় এবং এটি খুব জনপ্রিয় হয়। এই গেম খেলার কারণে শিশুরা তাদের স্বাভাবিক জীবন যাপন ও পড়াশুনা থেকে সরে যাচ্ছিলো বলে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন ছিলো।