আন্নাকে সারপ্রাইজ পার্টি দিয়ে চমক দিলো অভিনেত্রী অঞ্জনা
আবু সুফিয়ান রতন : মিডিয়া একসাথে কাজ করতে গেলে বন্ধু হওয়ার চেয়ে বরং শত্রুতাই বেশী হয়।কিন্তু সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা আর বিংশশতাব্দী’র চিত্রনায়িকা আন্না’র ক্ষেত্রে এটা ব্যতিক্রম প্রমাণিত হয়েছে।যদি তারা একসাথে কাজ করে নয়,বরং পারিবারিক ভাবে তাদের মধ্যে তৈরি হয়েছে এই আন্তরিকতা এই ভালোবাসার বন্ধন।গত সোমবার(২৯ এপ্রিল) ছিলো অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না’র জন্মদিন।কিন্তু অভিনেত্রী আন্না অভিনয় থেকে বিদায় নেয়ার পর,সে ধর্ম কর্মে মনোনিবেশ করেছে।তাই ঐসময় পর থেকে সে নিজের জন্মদিন অনুষ্ঠান পালন করেন না।
কিন্তু গত মঙ্গলবার(৩০এপ্রিল) আন্নার জন্য যে এক বিশাল চমক অপেক্ষা করছে,তা আন্না নিজেও জানতেন না।প্রতিদিনের মতোই তিনি তার আন্না’স মেকওভার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন।সন্ধ্যায় তার স্বামী সাগর সিদ্দিকী তাকে নৈশভোজের কথা বলে বের করে নিয়ে আসে।এখানেই আসল চমক অপেক্ষা করছিলো আন্না’র জন্য! তিনি খুবই রিলাক্স মুডে রেস্টুরেন্ট ঢুকতেই চমকে উঠেন যখন সেখানে উপস্থিত সবাই তাকে ফুল দিয়ে বরণ করে হ্যাপি বার্থডে বলে উঠে।সেই মুহূর্তে আনন্দে আন্না’র চোখে পানি এসে গিয়েছিলো সে ভীষণ আবেগাপ্লুত হয়েছিলো।পরে জানা গেলো এই পুরো পরিকল্পনা এবং সম্পূর্ণ আয়োজনে ছিলো চিত্রনায়িকা অঞ্জনা ও তার ছেলে নিশাত মনি।
অনুষ্ঠান সাজানো থেকে শুরু করে অতিথিদের আমন্ত্রণ সবকিছুই ছিলো নায়িকা অঞ্জনা ও তার ছেলে নিশাত মনির পরিকল্পনায়,তবে আন্না যে আগে থেকে কিছুই জানতে না পারে সে জন্য তারা আন্নার স্বামীর সহায়তা নিয়ে রেখে ছিলো।তাই এতো সুন্দর আয়োজন করে আন্নাকে এই সারপ্রাইজ পার্টি দিয়ে বিশাল চমক দিলো অভিনেত্রী অঞ্জনা।
নিজের জন্মদিনে এমন সারপ্রাইজ পেয়ে আন্না বলেন,’আজ সত্যিই আনন্দে আমি ভাষা হারিয়ে ফেলছি।কি যে বলবো কোথা থেকে শুরু করবো কিছুই পারছিনা।শুধু বলতে চাই অঞ্জনা আপা ও মনি বাবা সব সময়ই আমাদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে ছিলেন এখনো আছেন।কিন্তু আজ আমাকে তারা এভাবে ভালোবাসা দেখিয়ে আরো একবার আমাকে ঋণী করে দিলেন।জানি তাদের এই ঋণ কখনো শোধ করবার নয়।
তুবও তাদের কাছে আমার কৃতজ্ঞতা সব সময় ছিলো আর ভবিষ্যৎ-এ ও থাকবে।আমি আজ এতোটাই খুশি হয়েছিলো আমার জন্য এমন আয়োজন দেখে আর আমাকে ভালোবেসে আমার জন্য যারা এসেছেন আমি সবাই ধন্যবাদ দিয়ে ছোট করবো বরং তাদের জন্য আরো একবার আমার ভালোবাসা শ্রদ্ধা বেড়ে গেলো।আমার আজকের এই দিনে সবার কাছে চাও সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং ভালোবেসে এভাবে পাশে থাকবেন।আমি আজ এইদিনে আমার আরো অনেক প্রিয় প্রিয় মানুষদেরকে খুব মিস করছি যারা কাছে নেই বা আসতে পারিনি মনে হয়।’
এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা বলেন,’আন্না আমার প্রিয় ছোট বোন।আমরা একই পরিবারের।ওর জন্য ওর পরিবারের সবার জন্য আমার ভালোবাসা সব সময়ই আছে আর থাকবে।আমি জানি আন্না অভিনয় ছেড়ে দেয়ার পর থেকে ওর জন্মদিন অনুষ্ঠান করে পালন করে না।কিন্তু আমি চেয়েছি আমার বোনটা খুশি করতে।তাই ওকে কিছু না জানিয়ে সাগরকে সাথে নিয়ে ওকে এমন চমক দিলাম।আর যখন দেখলাম ওসত্যিই খুব খুশি হয়েছে।
আমার এই আয়োজন সত্যিই সার্থক হয়েছে বলতে হয়।আন্নার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে।’অনুষ্ঠানে দুই দফায় কেক কাটা হয়,প্রথমে সিনিয়র বিনোদন সাংবাদিকদের নিয়ে কেক কাটেন।তারপর আন্না সহকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটেন।এভাবেই আনন্দ হু ই হুল্লোড় করে অনুষ্ঠান চলতে থাকে।
সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চিত্রনায়িকা অঞ্জনা,শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান,জয় চৌধুরী,শ্রাবণ খান,বিন্দিয়া কবির,সময় এবং সিনিয়র সাংবাদিক তুষার আদিত্য,মনিরুল ইসলাম,দেওয়ান হাবিব,আবু সুফিয়ান রতনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।