নওগাঁ প্রতিনিধি : গত ২৫ বৈশাখ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মোৎসব। এ উপলক্ষে মুখরিত হয়ে উঠেছিল নওগাঁর আত্রাইয়ে কবিগুরুর পতিসর কাচারী বাড়ি। দিনটি পালনে জেলা প্রশাসনের পক্ষ হতে দিন ব্যাপী ছিল নানা আয়োজন। আর পতিসর প্রাঙ্গণে বসেছিল গ্রামীণ মেলা। সব মিলিয়ে পতিসর প্রাঙ্গণ ছিল মুখরিত। তবে এত কিছুর মধ্যে একটি বিষয় উপস্থিত সকলের কাছে ছিল বেশ কৌতুহলী। পতিসরের মিউজিয়ামের সামনে পুকুরপাড়ে সান বাধানো দুইটি গাছে, কে বা কারা যেন ব্যানার টাঙাচ্ছে। এগিয়ে গিয়ে দেখা গেল- ব্যানারে লেখা আছে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত ভাজপত্র বৈকুন্ঠ- এর পাঠ উন্মোচন ও কবিতাভ্রমণ। আয়োজনে ‘নওগাঁ সাহিত্য পরিষদ’। এরপর ব্যানারের সামনে সকলে একটা করে ভাজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। যেখানে লেখা আছে কবিগুরুর বরেন্দ্র অঞ্চলে উন্নয়ন, ছোটদের নিয়ে লেখা, আর্টশিল্প, তালগাছ কবিতার ভাবার্থসহ কবিকে উৎসর্গ করে লেখা কবিতা ও লেখকদের চোখে কেমন ছিল কবিগুরু তার বর্ণনা। হাতে হাতে সকলে ভাজপত্র নিয়ে সেটা পড়ে দেখার মধ্যদিয়ে পাঠ উন্মোচন শেষ করে সকলে সেখানে বসে পড়ল। এরপর শুরু হল কবিতা পাঠ পর্ব। পাঠকৃত কবিতা কিছু ছিল কবিগুরুর নিজের লেখা ও কিছু স্বরচিত যা কবিগুরুকে উৎসর্গ করে লেখা। কবিগুরুর জন্মোৎসবের কবিতা ভ্রমণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির আহবায়ক, উপন্যাসিক ও কলামিস্ট আশরাফুল নয়ন। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা কবি রাজা বর্নিল, যুগ্ম আহবায়ক কবি অরিন্দম মাহমুদ, যুগ্ম সদস্য সচিব কবি রিমন মোরশেদ, এবং কবি গীতিকার আবৃত্তিকার ও সাংবাদিক মারিয়া আজাদ প্রমুখ।