অন্তর্জালে মুক্ত স্ম্যাক আজাদের ভিডিও দুটি হাত
আবু সুফিয়ান রতন : প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান মাল্টিমিডিয়ার ব্যানোরে মুক্ত হয়েছে কন্ঠশিল্পী স্ম্যাক আজাদের নতুন গান দুটি হাত। গানের কথা লিখেছেন স্ম্যাক আজাদ নিজেই। গানের সুর করেছেন এসডি সাগর ও সংগীত পরিচালনা করেছেন দ্বীন ইসলাম শাহরুখ। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল সুজন রানা ও সোহানা আফরিন মারিয়া। গানটির চিত্রায়ন করেছেন জয় আব্রাহাম, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু। ঢাকা ও এর আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত ভিডিওটি পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। এই গানটি মূলত টিউশন লাভ শর্ট ফিল্ম থেকে নেয়া হয়েছে। একই চ্যানেল থেকে শিগগিরই প্রকাশিত হবে শর্টফিল্মটি। নতুন গান প্রসঙ্গে স্ম্যাক আজাদ বলেন, ’এই গানটি একটি টিনেজ রোমান্টিক মেলোডি। আশা করছি শ্রোতারা একটু অন্যরকম স্বাদ পাবেন।’ এদিকে স্ম্যাক আজাদের বেশ কিছু মিউজিক ভিডিও তৈরি আছে। এর মধ্যেই আস্তে আস্তে গানগুলো বিভিন্ন ব্যানার থেকে প্রকাশিত হবে।