• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

বিনোদন

‘আজ পাশা’ নিয়ে আসছে ডি জে শাহরিয়ার ও পারভেজ

প্রকাশের সময় : July 16, 2019, 12:46 am

আপডেট সময় : July 16, 2019 at 12:46 am

আবু সুফিয়ান রতন : আসছে দর্শক শ্রেুাতাদেরমাতাতেডি জে শাহরিয়ারফিচারিংপারভেজ সাজ্জাদের‘আজপাশা’শিরোনামেএকটিগান। খুব শীঘ্রইগানটিপাওয়াযাবেডি জে শাহরিয়ারেরনিজস্ব ইউটিউবচ্যানেলে।এমনটাইজানালেনডি জে শাহরিয়ার। ডি জে শাহরিয়ারবলেন, আমি যে কাজটিকরেছি এই ধরনের সঙ্গীতায়োজন খুব বেশিআমাদের দেশে নেই। কিন্তু এই প্রজন্মেরব্যাপকচাহিদামাথায় রেখেনতুনভাবেনতুনকিছু দেয়ার চেষ্টাকরেছি। শ্রোতাদেরভালোবাসা পেলেই এই প্রচেষ্টাঅব্যাহত থাকবে। শুধুতাইনয়; বর্তমানপ্রজন্মেরচাহিদারকথামাথায় রেখেএবংপুরনোজনপ্রিয়গানকেতাদের সঙ্গে পরিচয়করিয়েদিতে, নতুনভাবেডাবস্টেপ ঘরানায়গানটির সঙ্গীতায়োজন করাহয়েছে। যাগানপ্রিয় এই প্রজন্মকে ভিন্ন স্বাদ উপহারদিবেবলেআমারবিশ্বাস । সঙ্গীত শিল্পীপারভেজ সাজ্জাদ বলেন, গানটিআমার খুব প্রিয়আরডি জে শাহরিয়ারের সঙ্গীতায়োজনের প্রতিআমারঅন্যরকমভালোলাগারয়েছেযা এই প্রজন্মকে মুগ্ধ করবে। এবংএই ভালোলাগা থেকেই গানটিকরেছি। বলেরাখাভালো, বিগতকয়েকবছরধরেসফলতার সাথে ডি জে প্রফেশনের সাথে রয়েছেনডি জে শাহরিয়ার। পাশাপাশিএকটিজনপ্রিয়এফএম রেডিওতেকর্মরতরয়েছেন। এরইমধ্যে তিনিঅসংখ্য বড়বড়ইভেন্টে পারফর্ম করেছেন। এছাড়াওফ্যান্টাসিকিংডমেরঅফিসিয়ালডি জে হিসেবেনিয়মিতপারফর্ম করেআসছেন। তাইএমনএকজন সঙ্গীতপ্রেমীর উপরভরসাকরা যেতেইপারে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)