এই ঈদে জেনিফা’র ব্যস্ততা !
বিনোদন ডেস্ক : জেনিফার ফেরদৌস একজন উপস্থাপক , অভিনেত্রী , এবং রাজনৈতিক নেত্রী তিনি | সেই ২০১৩ ,১৪ থেকে নিয়মিত উপস্থাপনা করেছেন | প্রথমে সংবাদপাঠিকা এরপরে অনুষ্ঠান সঞ্চালনা নাটকে অভিনয়ে অভিষেক ঘটে এই অভিনেত্রীর | শুধু মিডিয়াতে নয় রাজনৌতিক অঙ্গনেও সরব তিনি জেনিফার ফেরদৌস |
যাক সে কথা নতুন খবর হচ্ছে , আর কয়েকেদিন পরেই ঈদ -উল – আজহা এবং মোটামুটি সকল মিডিয়াকর্মীদের কাজের ব্যস্ততা এখন শীর্ষে , তার মধ্যে জেনিফার ফেরদৌসের ব্যস্ততা বাহিরে নয় ,তিনিও ব্যস্ত সময় পাড় করছেন |
২-৩ দিন আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন এতে তার বিপরীতে ছিল শহিদুল আলম সাচ্চুসহ একাধিক শিল্পী | বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অন্তু করিম
এবং চারতারিখে বিটিভিতে রয়েছে বিশেষ দুটি এপিসোড ‘ ছায়াছন্দ ‘ অনুষ্ঠান এর | এরপরে ছয় তারিখে ‘শিল্পকথা ‘নামক আরেক প্রোগ্রম এর শুটিং রয়েছে জেনিফার ফেরদৌস এর |
জেনিফার ফেরদৌস এর নিজের প্রোডাকশন হাউজ জে ,এফ প্রোডাকশন হাউজ থেকে ঈদের পরে শিশুতোষ শর্টফিল্ম মুক্তি পাবে এগুলো নির্মাণ করবেন জেনিফার ফেরদৌস নিজেই | এবং বেশ কয়েকটি নাটকের শুটিং শুরু হবে ঈদে পরে যেগুলো মুক্তি পাবে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোতে |
জেনিফার ফেরদৌস এর সাথে কথা হলে তিনি বলেন , এই ঈদে অনেকগুলো নাটক ছাড়তে হয়েছে উপস্থাপনা ‘র জন্য | আসলে উপস্থাপনাই বেশি ভালো লাগে , আর নাটকে শুধু গল্প ভালো লাগলেই করা হয় | তাছাড়া আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত , সেখানে আমার অনেক সময় দিতে হয় , সব মিলিয়ে চলে যাচ্ছে দিন |
উল্লেখ্য , জেনিফার ফেরদৌস এটিএন বাংলায় সংবাদপাঠিকা থেকেই পরিচিত বেশি পান এরপরে অভিনয় এবং উপস্থাপনায় আরো জড়িয়ে পরেন , তাছাড়া জেনিফা ছাত্রী জীবন থেকেই রাজনীতি সম্পৃক্ত | তিনি বর্তমানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সাংসদ , কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর অর্গানাইজেন সেক্রেটারি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি )র জুড়ি বোর্ডের সদস্য |