শিউলী আক্তার : অবসান হলো সব জল্পনা-কল্পনার। স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। মাইক হেসনকে পেছনে ফেলে টাইগারদের গুরু পদে নিয়োগ পেলেন ক্রেইগ রাসেল ডোমিঙ্গো। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ এখন তিনিই। জাতীয় দলের ভার গ্রহণ করবেন আগামী ২১ আগস্ট।
গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিক ঘোষণাই দিয়েই জানান এ খবর। গত দশ বছরে বাংলাদেশ দলের মূল কোচদের গড়পড়তা বেতন ছিলো ১৭-১৮ থেকে ২৮-৩০ হাজার ডলার। চন্ডিকা হাথুরুসিংহে থেকে সর্বশেষ স্টিভ রোডস ২৫-২৮ হাজার ডলারের মধ্যে বেতন পেতেন। রাসেল ডোমিঙ্গোর বেতনও ধরা হয়েছে ২৫ হাজার ডলারের আশেপাশে।
তবে ভারতের কোচ হতে ইন্টারভিউ দিয়ে আসা মাইক হেসনের চাহিদা ৫০ হাজার ডলারের উপর। যেটা বহন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বলতে গেলে অসম্ভব। তাই ডোমিঙ্গোকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড।