২০০ মিলিয়ন আয়ের পথে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’
শোভন দত্ত : ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে প্রখ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। এরপর ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হয়েছে। এখন পর্যন্ত পুরো বিশ্বে ছবিটির আয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। চ্যানেল আই অনলাইন
কোয়েন্টিন টারান্টিনোর আকাশছোঁয়া জনপ্রিয়তা, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটের উপস্থিতি, অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী এবং অ্যাকশনের কারণে ছবিটি দর্শক টানছে হলগুলোতে। বক্স অফিস অ্যানালিস্টরা ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিটিকে লম্বা দৌড়ের ঘোড়া মনে করছেন। তারা ধারণা করছেন ছবিটি ৩৭৫ মিলিয়ন থেকে ৪০০ মিলিয়ন ডলার আয় করে নিবে পুরো বিশ্বে।
আমেরিকায় ছবিটি প্রথম দিনে আয় করেছিল ৪০ মিলিয়ন ডলার। বিশ্বের অন্যান্য জায়গাতেও ভালো ব্যবসা করছে ছবিটি। যুক্তরাজ্যে পাঁচদিনে আয় করেছে ৮.৯ মিলিয়ন, ফ্রান্সে প্রথম দিনে আয় করেছে ৬.৯ মিলিয়ন এবং অস্ট্রেলিয়ায় প্রথম দিনে আয় করেছে ৪.৪ মিলিয়ন ডলার।
রাশিয়াতেও ভালো ব্যবসা করছে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। প্রথম দিনে আয় হয়েছে ৭.৭ মিলিয়ন ডলার। এক সপ্তাহে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩ মিলিয়নে। হংকং এবং তাইওয়ানে আয় হয়েছে ১.২ এবং ১.১ মিলিয়ন ডলার।
মেক্সিকো, জাপান, ইতালি এবং সাউথ কোরিয়ায় এখনও মুক্তি পায়নি ছবিটি। এসব যায়গায় মুক্তি পেলে আয় আরও বাড়বে। এছাড়াও বিশ্বের বড় সিনেমার মার্কেট এখন চীন। চীনে ছবিটি কবে মুক্তি দেয়া হবে সেই বিষয়ে জানা যায়নি। সম্পাদনা : রেজাউল আহসান