আক্তারুজ্জামান : দেশের ফুটবলে সুদিনের আশা করছে কিশোররাও। জাতীয় দল, ঘরোয়া ক্লাব এবং আন্তর্জাতিক ক্লাবের পর লাল-সবুজের জার্সি পরে ছোটরাও জয়োৎসব করছে। ২০১৬ ও ২০১৮ সালের অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতে দেশে ফিরেছিলো বাংলাদেশের কিশোর দল। এবারও জয় দিয়ে আসর শুরু করেছে তারা। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।
গতকাল ভারতের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ১৫ মিনিটে বাংলাদেশ এগিয়ে গেলেও ২ মিনিট পরেই সমতায় ফেরে ভুটান। অবশ্য ২০ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় লাল-সবুজের ছোট সেনারা। মিরাদের পর গোল পান রহমান। ৩২ মিনিটে নাটক জমে ওঠে আবার। গোলরক্ষকের শিশুসুলভ ভুলে ম্যাচে ফেরে ভুটান। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে সরকারের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে বারবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুদল। যখন মনে হচ্ছিলো ৩-২ স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষ হবে, তখন ব্যবধান বাড়িয়েছে মিরাদ। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলী খেলোয়াড় বাবু।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। লিগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ৩১ আগস্ট। সম্পাদনা : রাকিব