তৃতীয় দিনে ‘সাহো’র আয় ২২০ কোটি রুপি
ফাতেমা আহমেদ : শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বহুল প্রতীক্ষিত নতুন ছবি ‘সাহো’। ছবিটিতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেধেঁছেন বলিউড সেনসেশন শ্রদ্ধা কাপুর। ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরী করেছে ছবিটি। এনটিভি অনলাইন
বাণিজ্য বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, বক্স অফিসে তুফান ছোটাবে ‘সাহো’। অনুমানই সত্যি হলো। প্রথম দিনেই ‘সাহো’র সংগ্রহ ৬৮.১ কোটি রুপি। এর আগে মার্বেল সিরিজের ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স : দ্য এন্ডগেম’ মুক্তির দিন আয় করেছিলো ৫৩ কোটি রুপি। এছাড়া ‘থাগস অব হিন্দোস্তান’ আয় করেছিলো ৫২ কোটি রুপি।
মুক্তির দ্বিতীয় দিন শনিবারও বক্স অফিসে শাসন জারি রেখেছে ‘সাহো’। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিন বক্স অফিসে আয় হয়েছে ৬৫ কোটি রুপি। সব মিলিয়ে ২ শেষে তৃতীয় দিনের দুপুর পর্যন্ত সংগ্রহ দাঁড়িয়েছে ২২০ কোটি রুপি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাহো’র বিশাল বাজেট। প্রভাস জানিয়েছিলেন, ‘এ ছবি নির্মাণে ব্যয় হয়েছে ৩৫০ কোটি রুপি। পত্রিকার খবরে জানা যায়, মুক্তির আগেই ‘সাহো’র স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৩২০ কোটি রুপিতে। তামিল, তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।
‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির পর আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন প্রভাস। ‘বাহুবলি’ : দ্য বিগিনিং’ বিশ^ব্যাপী সংগ্রহ করেছিলো ১৭৯৬.৫৬ কোটি রুপি। ‘বাহুবলি টু’র পরে প্রভাসের পরবর্তী সিনেমার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছিলেন ভক্তরা। শুক্রবার সেই জাদু ছড়িয়ে পড়ে টিকেটের জানালায়। যদিও চিত্র সমালোচকরা এ ছবির তুমুল সমালোচনা করেছেন।
সুজিত পরিচালিত ‘সাহো’ ছবিতে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পান্ডে, অরুণ বিজয়, মন্দিরা বেদি ও মহেশ মাঞ্জেরেকার। ছবিটি প্রযোজনা করেছেন বামসি কৃষ্ণ রেড্ডি। এদিকে, শেষ খবর পাওয়া পযন্ত উইকিপিডিয়ায় শনিবার ছবির রিভিওতে প্রভাসের সাহোর মোট আয় দেখানো হয়েছে ২২০ কোটি টাকা। সম্পাদনা : ইয়াছির আরাফাত