শিউলী আক্তার : নারী টি-টুয়েন্টি বিশ^কাপের বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে গত শনিবার পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি বাংলাদেশ নারী দল। ওই দিন ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। সোমবার রির্জাভ ডেতে মাঠে নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘিœত এই ম্যাচে ডি/এল মেথডে ৬ রানে হারায় জাহানারারা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। ম্যাচের দৈর্ঘ কমে আসে ১৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশের মেয়েরা ব্যাটিং করতে পারে ১৬ ওভার ৩ বল। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১০৩ রান।
দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ফাহিমা আক্তার। ১৮ বলের ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ছিলো ৫টি চারের মার। এছাড়া সানজিদা ইসলাম ১৯ ও ফারজানা হক ১১ রান করেছিলেন। আর কেউ দুই অংকে যেতে পারেনি। পাপুয়ার হয়ে সিবুনা জেমি ৩টি উইকেট নেন। বাংলাদেশের ৩ বল বাকি থাকতে আবারো বৃষ্টি হানা দেয়। পরে আবারও ম্যাচের দৈর্ঘ কমে ৮ ওভারে আসে। এতে পাপুয়ার লক্ষ্য দাঁড়ায় ৫৯ রান। এই রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাপুয়ার ইনিংসে শুরুতেই হানা দেন নাহিদা। সিবুনা জেমিকে ফিরিয়ে দেন দলীয় ১৯ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে পাপুয়ার। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৫২ রানে থামে তাদের ইনিংস। ফলে ৬ রানের জয় পায় সালমারা।বাংলাদেশের হয়ে নাহিদা ৩টি ও রিতু মনি ২টি উইকেট শিকার করেন। উল্লেখ্য, এর আগে নিজেদের যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে বিশ^কাপ বাছাই পর্বে শুভ সূচনা করেছে সালমারা। এতে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ওঠে যায় বাংলাদেশ। সম্পাদনা : রেজাউল আহসান