এল আর বাদল : আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে শোচনীয় হারের ক্ষত নিয়ে আজ বাংলাদেশ ত্রিদেশীয় টি-২০ সিরিজে জিম্বাবুয়ের মোকাবেলা করবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে। সিরিজের অপর দল আফগানিস্তান।
উদ্বেধনী ম্যাচে জয় দিয়ে সিরিজে শুভ সূচনা করতে চান দলনায়ক সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়েকে মোটেও খাটো করে দেখছেন না এই টাইগার সেনা। তিনি বলেন, সবাই যদি যার যার অবস্থান থেকে পারফরম করতে পারে, তাহলেই সিরিজ জেতা সম্ভব। ওপেনার তামিম ইকবাল দলে নেই। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলেও ছিলেন না তিনি। বিসিবি তাকে দীর্ঘ বিশ্রামে রেখেছে। তামিম না থাকলেও দলে প্রভাব পড়বে না বলে মনে করেন সাকিব।
ওদিকে অনুশীলন ম্যাচে বিসিবি একাদশকে হারানোর রসদ নিয়ে বাংলাদেশের মোকাবিলা করবে জিম্বাবুয়ে। সম্প্রতি আইসিসি থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর ধমকে গিয়েছিলো জিম্বাবুয়ের ক্রিকেট। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ দিয়ে টেস্ট খেলুড়ে দলটি ফিরেছে ক্রিকেটে। ক্রিকেটের অচলাবস্থা দূর করতে এই সিরিজটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেছেন, এই সিরিজটি জিততে পারলে আমরা হয়তো আবার ক্রিকেটে ফিরে আসবো। তিনি অনুশীলন ম্যাচে বিসিবি একাদশকে হারালেও বাংলাদেশ দলের শক্তি যাচাই হয়নি। স্বাগতিক দল হিসাবে তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে ম্যাচটি শ্বাসরুদ্ধকর হবে বলে আমার বিশ্বাস। সম্পাদনা : রেজাউল আহসান