আক্তারুজ্জামান : নেপালে চলমান ছয়দলের এ টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বাদ পড়েছে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্ক। পয়েন্ট ও গোলব্যবধান সমান হওয়ায় ‘এ’ গ্রæপ থেকে টসভাগ্যে ভারতের কাছে হেরে রানার্সআপ হওয়ায় ভূটানকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের কিশোরদের। কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। একইদিন বিকাল ৩টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ায় কয়েকজন সম্ভাবনাময় তারকাকে ছাড়াই সাফে অংশ নিয়েছে বাংলাদেশ। আসরের শুরুতে খুব একটা উচ্চাশা ছিলো না যুবাদের। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা এবং সময়টাকে উপভোগ করাই ছিলো মূলমন্ত্র। কিন্তু প্রেক্ষাপট বদলে যায় প্রথম ম্যাচেই। শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করে ফাহিম-মোর্শেদরা। যার ধারাবাহিকতায় শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
টস ভাগ্যে হেরে গেলেও সেমিফাইনালের মঞ্চে আর হারতে চায় না তারা। ভূটান বাঁধা পার হয়ে এবার শিরোপাকে পাখির চোখ করেছে অনূর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা। গুরু অ্যান্ড্রু পিটার টার্নারের সাজানো ছকে খেলতে পারলে, জয় না পাবার কোন কারণই দেখছে না টিম ম্যানেজমেন্ট এবং ফুটবলাররা।