শোভন দত্ত : ২০১৮ সালে বড় বাজেটের প্রতীক্ষিত ছবিগুলো আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ২০১৯ এ বদলে গেছে চিত্র। একমাসে বলিউডের পাঁচ সিনেমায় আয় হয়েছে ৭০০ কোটি রুপি। চ্যানেল আই অনলাইন, হিন্দুস্তান টাইমস
১৫ আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চারটি শুক্রবারে মুক্তি পেয়েছে মিশন মঙ্গল, বাটলা হাউজ, সাহো, ছিচোড়ে এবং ড্রিম গার্ল। সবগুলোই অল্প বা মাঝারী বাজেটের ছবি। কিন্তু ভালো গল্পের কারণে দর্শক পছন্দ করেছেন ছবিগুলো। ফলে ব্যবসাও করেছে ভালো।
ড্রিম গার্ল এখন পর্যন্ত আয় করেছে ১২৭ কোটি রুপি। ছিচোড়ে শিগগির ১৫০ কোটির ক্লাবে নাম লেখাবে। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ১৪৪ কোটি। মিশন মঙ্গল ২০০ কোটি আয় করেছে। বাটলা হাউজ এর আয় ১০০ কোটির কাছাকাছি এসে থেমে গেছে। দক্ষিণ ভারতে ‘সাহো’ ফ্লপ হলেও হিন্দি ভার্সনে আয় করেছে ৫০ কোটি রুপিরও বেশি।
তবে গত এক মাসে মুক্তি পাওয়া দ্য জোয়া ফ্যাক্টর, পল পল দিল কে পাস এবং প্রস্থানম ছবি তিনটি দর্শককে হলে টানতে পারেনি। এই তিনটি ছবি মিলে আয় হয়েছে ২০ কোটি রুপির কাছাকাছি। সম্পাদনা : রেজাউল আহসান