আক্তারুজ্জামান : এই বৃষ্টি তো এই রোদ, হঠাৎই এলোমেলো আবহাওয়া। যার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। প্রাকৃতিক আবহাওয়ার প্রতি নজর রেখে সাজানো সূচিতেও মাঠে গড়াচ্ছে না খেলা। যার কারণ অসময়ে বৃষ্টি। আর এর জন্য দায়ী বৈশি^ক জলবায়ুর পরিবর্তন। আবহাওয়া পরিবর্তনের কারণে ভুগছে ক্রিকেটাররা, এমনটা মনে করছেন ইয়ান চ্যাপেল। বৃষ্টির আধিক্য কিংবা অতিরিক্ত গরম ক্রিকেটারদের ক্ষতির কারণ। খবর সিডনি মর্নিং হেরাল্ডের
বৃষ্টি হলে যেকোনো ম্যাচ শুরু হতে বিলম্ব হয় অথবা ম্যাচ হয় না, এটা ক্রিকেটারদের মানসিক অবস্থার জন্য যেমন খারাপ, ঠিক তেমনি দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে পারে ক্রিকেটাররা, এমনটা আশঙ্কা করছেন চ্যাপেল। সম্প্রতি চ্যাপেল বলেছেন, ‘খেলাধুলায় আবহাওয়ার পরিবর্তন অনেক বড় একটি বিষয়। বিভিন্ন দেশের রাজনীতিবিদরা আবহাওয়ার অনেক পরিবর্তনে কোনো সতর্কতা অবলম্বন করছে না। তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হচ্ছে এটা খেলোয়াড়দের জন্য অনেক দুশ্চিন্তার। এবার একটু চিন্তা করে দেখুন, গরম বাড়ছে তাই ক্রিকেটাররা মাঠে নেই!’
গ্রিন হাউজ প্রতিক্রিয়ার কারণে পৃথিবীর শীতল অঞ্চলগুলোর বরফ গলে যাচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং তাপমাত্রাও অনেকাংশে বেড়ে যাচ্ছে। এতে করে ক্রিকেটাররা বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হতে পারে বলে মনে করছেন তিনি।
চ্যাপেল আরও বলেন, ‘এটাই হবে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়। ক্রিকেটারদের এই ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। তাদের চামড়ার ক্যান্সার হতে পারে। এই ব্যাপারে ক্রিকেট বোর্ডগুলোর সচেতনতা জরুরি।’ সম্পাদনা : মোহাম্মদ রকিব