ফাতেমা আহমেদ : বলিউড তারকা হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’- এর জয়রথ ছুটছেই। এরই মধ্যে ভারতে এটি ১০০ কোটিরও বেশি রুপি আয় করেছে। অবশ্য ছবিটির বড় ধরনের সাফল্যের কথা আগেই অনুমান করেছিলেন বিশ্লেষকরা। সূত্র : এনটিভি অনলাইন
সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটির মোট আয়ের হিসাব তুলে ধরেছেন। তবে এতোকিছুর পরও ছবিটি ৩ দিনে ১০৫ কোটি রুপি আয় করা বলিউড সুপার স্টার আমির খানের ‘থাগস অব হিন্দোস্তান’কে পেছনে ফেলতে পারেনি।
‘ওয়ার’-এর সাফল্য প্রসঙ্গে এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক বিবৃতিতে বলেন, ‘ছবিটি বিশ্বব্যাপী ভালোবাসা ও সমর্থন পাচ্ছে, এটি আমাদের জন্য বেশ বড় ব্যাপার। শিশু, তরুণ, বয়স্করাও একটি ছবি পছন্দ করছে, যা দুর্লভ বিষয়। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আশা করি, মানুষকে আমরা বিনোদন দিতে পেরেছি এবং আগামী দিনগুলেঅতেও দিতে পারবো।’
যশরাজ ফিল্মস প্রযোজিত ব্যাপক আলোচিত এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর।