আক্তারুজ্জামান : সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালোভাবেই এগুচ্ছে বাংলাদেশের কিশোরীরা। পরপর দুটি ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়া শামসুন্নাহাররা গতকাল মুখোমুখি হয়েছিলো অপর ফাইনালিস্ট ভারতের। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গোলাম রাব্বানীর শিষ্যরা।
ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে এরকম মোক্ষম একটা ম্যাচই চেয়েছিলো দুদল। কেননা শিরোপা নির্ধারণী ম্যাচে কে কতটা শক্তি দেখাতে পারবে, কার দুর্বল দিক কোনটা সেটা তো একবার পরখ করে দেখা দরকার। সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ লড়াই করেছে শামসুন্নাহাররা। ভুটানের জালে ১০টি ও নেপালের জালে ৪টি গোল দেয়া ভারতের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশের কিশোরীরা।
ম্যাচের শুরুতে ডিফেন্ডারের ভুলে ২৪ মিনিটে গোল খায় বাংলাদেশ। ভারতের আমিশা ডি বক্সে বল পেয়ে সামনে থাকা গোলরক্ষক রুপনাকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন। অবশ্য গোল খেয়ে বসে থাকেনি লাল-সবুজের বাঘিনীরা। ২ মিনিট পরই ভারতের জালে বল পাঠিয়ে সমতায় ফেরে। ডি বক্সের একটু বাইরে থেকে বলের পেছনে ছুটছিলো স্বপ্না। ভারতের গোলরক্ষক এগিয়ে এলে তার মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন। সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুদলই বারবার আক্রমণ করছিলো। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা কেউই পায়নি। ফলে ১-১ স্কোর লাইনেই শেষ হয় ম্যাচ। গোল ব্যবধানে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্সআপ। আগামীকাল মঙ্গলবার ফাইনালে আবারও মুখোমুখি হবে এ দুদল। গ্রুপপর্বের অপর দুই দল নেপাল ও ভুটান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সম্পাদনা : শিউলী আক্তার