শিউলী আক্তার : আগামী বছর জুলাইয়ে ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হবে ক্রিকেটের নতুন সংক্ষিপ্তকরণ ‘শত বল’ এর টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন এই একশ বলের টুর্নামেন্টে অংশ নিতে নিবন্ধন করেছেন ২৪০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে রয়েছেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার।
আগেই টুর্নামেন্টে নাম লেখান সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। এ ছাড়া নতুন করে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।
প্লেয়ার ড্রাফটের জন্য সাকিব-তামিমের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকা । এই মূল্য তালিকায় রয়েছেন আরও ১৭জন ক্রিকেটার। ৭৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৮১ লাখ টাকা) ভিত্তিমূল্য বাঁহাতি পেসার মুস্তাফিজের।
লিটন, মুশফিক এবং ইমরুলের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকা)। মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মিঠুন, তাসকিন এবং রনির কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা) রাখা হয়েছে ৬ জন ক্রিকেটারকে। তারা হলেন ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা এবং মিচেল স্টার্ক। আগামী ২০ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।
বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, লিটন দাস, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। সম্পাদনা : এল আর বাদল