রাকিব উদ্দীন : ২০০২ সালের ৭ অক্টোবর, স্পোর্টিংয়ের হয়ে মাঝমাঠের কাছ থেকে ক্ষিপ্রতায় একজনকে পেছনে ফেলে আরেক জনকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই শুরু। এরপর শুধুই এগিয়ে চলা। হয়ে উঠেছেন ‘গোল মেশিন’। ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড, ছুঁয়েছেন অনেক মাইলফলক।
সেই পথ চলাতেই ধরা দিলো আরেক অর্জন, ৭০০ ক্যারিয়ার গোলে বসেছেন পেলে-রোমারিও-ফেরেঙ্ক পুসকাসদের মতো কিংবদন্তিদের কাতারে। দুর্দান্ত এ রেকর্ডের খাতায় নাম লিখিয়ে সিরি’আয় জুভেন্টাসের হয়ে খেলতে নেমেই পান ‘৭০০’ নম্বর জার্সি। ৭০০তম গোলের উপহারস্বরূপ এ জার্সি পেয়ে ম্যাচে প্রতিপক্ষ বেলোনিয়ার জালে বল জড়াতে ভুলেননি এ তারকা। তার এ গোলেই এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
চলতি মাসের ১৪ তারিখ (সোমবার) রাতে ইউক্রেনের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে সাতশ’র ঘরে পা রাখেন রোনালদো। দল হেরে যাওয়ায় যদিও রাতটাকে উৎসবে রাঙাতে পারেননি, তবে কিংবদন্তিদের পাশে বসতে পারার উচ্ছ্বাস ঠিকই ছুঁয়ে গেছে রোনালদোকে। ক্যারিয়ার জুড়ে এতসব কীর্তি গড়ার পথে অবদান রাখা সতীর্থ, কোচ ও পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। সম্পাদনা : আক্তারুজ্জামান