শিউলী আক্তার : অবশেষে শেষ হলো সব প্রতীক্ষার অবসান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি। গতকাল বুধবার আরব সাগরের তীরে বোর্ডের সদর দফতরে বার্ষিক সাধারণ সভা শুরুর পরপরই তাকে আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। কিছুক্ষণের মধ্যেই তা টুইট করে জানায় বিসিসিআই। সৌরভ হলেন ভারতীয় বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট। নিয়ামনুযায়ী এই পদে দশ মাসের বেশি থাকতে পারবেন না তিনি।
এ দিনই শেষ হলো সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিএ) ৩৩ মাসের মেয়াদ। এ দিনের সভায় প্রথমে তিন বছরের হিসাব পাশ করানো হয়। তার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের প্রেসিডেন্ট ঘোষিত হন সৌরভ। সমস্ত রাজ্য সংস্থা সর্বসম্মত ভাবেই বেছে নিয়েছিলো সৌরভ-সহ বাকিদের। জয় শাহ হলেন বোর্ডের সচিব। অরুণ ধুমল হলেন বোর্ডের কোষাধ্যক্ষ।
মনে করা হচ্ছে, সৌরভের নেতৃত্বে বোর্ডে নতুন সূর্যোদয় ঘটতে চলেছে। এর আগে জাতীয় দলের কোনও প্রাক্তন অধিনায়ক পূর্ণ সময়ের জন্য বোর্ডের প্রেসিডেন্ট হননি। সৌরভ তাই নতুন ইতিহাস গড়লেন। স্বাভাবিক ভাবেই তার প্রতি প্রত্যাশা অনেক। ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক কাঠামো শক্তপোক্ত করা, স্বার্থের সংঘাত ইস্যু, আইসিসির সঙ্গে লড়াই, এমন নানা চ্যালেঞ্জ থাকছে তার সামনে।