এল আর বাদল : নিষেধাজ্ঞার ব্যাপারে সাকিব আল হাসান আইসিসিকে বলেন, আমার ভালোবাসার এই খেলা থেকে বিরত থাকতে হবে, এটি নিঃসন্দেহে চূড়ান্ত দুঃখজনক। তবে জুয়াড়িরা আমাকে যে প্রস্তাব দিয়েছিলো, সে বিষয়ে আইসিসিকে না জানানোর কারণে আমি সম্পূর্ণভাবে এই নিষেধাজ্ঞা স্বীকার করে নিচ্ছি। আইসিসির দুর্নীতি তদন্ত কমিশন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে খেলোয়াড়দের ওপরই নির্ভর করে থাকে। এ ক্ষেত্রে আমি আমার দায়িত্বটি পালন করতে পারিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আইসিসি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আমরা সব সময়ই তার পাশেই থাকবো। অপরদিকে পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের রতœ। সাকিবকে ছাড়া ক্রিকেট ভাবা যায় না। আইসিসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গোটা দেশই ওর পাশে থাকবে।