শিউলী আক্তার : ম্যাচ ফিক্সিং না করেও শাস্তি পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছর আগে শুধু ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তার জন্যই দুই বছরের শাস্তি সেটা মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্লেষকরা। ব্যাপারটা লঘু পাপে গুরু দ- ঠেকছে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কাছে। সাকিবের শাস্তি কমাতে আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
রাহুল দ্রাবিড় বলেন, ‘অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা কি কঠিন হয়ে গেল না? সে কি ফিক্সিংয়ে জড়িত ছিলো? আমি মনে করি, তার একটাই ভুল সে আইসিসি ও দুর্নীতি দমন কমিশনকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবটি জানায়নি। এ জন্য দুই বছরের শাস্তি অনেকটা কঠোর। আমি আশা করি, আইসিসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
ভারতের জনপ্রিয় সাংবাদিক ও লেখক বরিয়া মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় বলেন, ‘এক বছর স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছর নিষিদ্ধ হওয়া সাকিবের জন্য বড় আঘাত। নির্মম? সে কিন্তু কোনো দুর্নীতি করেনি। তাকে কি আরেকটু কম শাস্তি দেয়া যেত না? বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা।’
এক টুইটে সাকিবের শাস্তি বাড়ানোর কথা বললেও অন্য টুইট করে সাকিবের প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে সাকিবের খেলা আমি সবসময়ই উপভোগ করেছি। তাই আমি আশা করি সে বর্তমান অবস্থা কাটিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরবে এবং মাঠে নিজের মূল্যটা দেখিয়ে দেবে।’