রাকিব উদ্দীন : গত রোববার দিল্লিতে বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টি ম্যাচটি ছিলো আন্তর্জাতিক ১০০০তম ম্যাচ। ওই ম্যাচে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। হাজারতম ম্যাচ শেষে সার্বিক বিবেচনায় সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ সাজিয়েছে ভারতের জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। ওই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।
২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ১৪ বছরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিভিন্ন সময়ে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করে একাদশ সাজিয়েছে ক্রিকট্র্যাকার। তবে ক্রিকট্র্যাকারের এই একাদশ বাছাইয়ের জন্য শুধু জাতীয় দলের পারফরম্যান্সকেই গুরুত্ব দেয়া হয়েছে।
দলটির নেতৃত্ব দেয়া হয়েছে ইংল্যান্ডের হয়ে বিশ^কাপ জেতা সেনাপতি ইয়ন মরগানকে। পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন তিন-অলরাউন্ডার শহীদ আফ্রিদি, পেসার উমর গুল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ভারত থেকে দুজন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শ্রীলংকার লাসিথ মালিঙ্গা, দক্ষিণ আফ্রিকা থেকে ইমরান তাহির আর নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে দলে নিতে দুইবার ভাবতে হয়নি নির্বাচকদের।
টি-টোয়েন্টি সর্বকালের সেরা একাদশ : রোহিত শর্মা, ব্র্যান্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, ইয়ন মর্গান (অধিনায়ক), শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, উমর গুল ও ইমরান তাহির। সম্পাদনা : মোহাম্মদ রকিব