এল আর বাদল : ভারতের বিরুদ্ধে আজ টাইগারদের ইতিহাস গড়ার হাতছানি। আর অন্য দিকে স্বাগতিক ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। ভারতকে হারাতে পারলেই প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতবেন টাইগাররা। কিন্তু তাদের রুখে দিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইছে রোহিত শর্মারা। কারণ এ ম্যাচ হাতছাড়া হলেই সিরিজও হাত থেকে ফসকে যাবে টিম ইন্ডিয়ার। বাংলাদেশের ইতিহাস গড়া আর ভারতের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এই সবকিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
গতকাল রিয়াদ-মুশফিকরা শেষবারের মতো ব্যাটে বলে নিজেদের ঝালাই করে নিয়েছেন। রিয়াদ বলেন, স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পর সবার ভিতর আত্মবিশ্বাস জন্মেছে দ্বিতীয় ম্যাচ জয়ের। মাহমুদ উল্লাহ রিয়াদ এও বলেছেন, ভারত আমাদের বিরুদ্ধে মরণকামড় দেবে সিরিজে ঘুরে দাঁড়াতে। আমরা সবাই তাদের মোকাবেলা করতে প্রস্তুত।
দিল্লিতে প্রথম ম্যাচে ব্যাট-বল ও ফিল্ডিংয়ে তিন বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলো ভারত। পুরনো ভুল ত্রুটি শুধরে নিয়েই এবার দ্বিতীয় ম্যাচে নামার প্রস্তুতি নিয়েছেন রোহিতরা। গতকাল রাজকোটে দীর্ঘক্ষণ ঘাম ঝড়ান ক্রুনাল পা-িয়া, শ্রেয়াস আইয়ার, সঞ্জুু স্যামসনরা। দ্বিতীয় ম্যাচে হয়তো দলে কোনও বদল আসবে না। তবে সমস্যা হলো আবহাওয়া নিয়ে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল বুধবার গভীর রাতে গুজরাটে সাইক্লোন ‘মহা’ ঢুকে গেলে আজ বৃহস্পতিবার প্রায় সারাদিনই চলবে ভারী ও অতি ভারী বৃষ্টি। বর্ষণ থামলে মাঠ শুকনো করে ম্যাচ শুরুর ব্যবস্থা তাও সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, বৃষ্টি না থামলে কী হবে? সে ক্ষেত্রে অ্যাডভান্টেজে থাকবে বাংলাদেশই। তবে সাইক্লোনের আশঙ্কা থাকলেও প্র্যাকটিসে কোনও ত্রুটি রাখছে না ভারত ও বাংলাদেশ শিবির।
গত ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে টপকে দেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি (৯৯টি) টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। আজ বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচটি খেলবেন রোহিত।
এদিন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের সামনে রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটের হাজারী ক্লাবে প্রবেশের সুযোগ। ভারতের বিরুদ্ধে তিনি আজ ৯৪৭ রান সঙ্গে নিয়ে লড়াইয়ে নামবেন। ব্যাটে ৫৩ রান করলেই পৌঁছে যাবে হাজারী ক্লাবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব