ইমরুল শাহেদ : ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার পাওয়া টিভি পর্দার খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম পুরস্কারটি গ্রহণ করবেন না বলে গণমাধ্যমে জানিয়েছেন। ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। গত বৃহস্পতিবার ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই অভিনন্দন এবং দু’একজন স্বজনপ্রীতির অভিযোগ তুলে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে শুরু করেন। আলোচনায় চলে আসেন গেল দুই বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিমের নাম। আলোচনা সমালোচনার মধ্যেই শনিবার মোশাররফ করিম জানিয়ে দিলেন এই পুরস্কার তিনি গ্রহণ করছেন না। তিনি বলেছেন, ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’-এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।’ তিনি বলেন, ‘সন্মানিত জুড়ি বোর্ডের কাছে আমার অনুরোধ, আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটি প্রত্যাহার করে নিতে। কাজটাকে ভালোবেসেই আমৃত্যু কাজ করে যেতে চাই। যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।
অন্যদিকে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা কৌতুক অভিনেতা হয়েছেন ফজলুর রহমান বাবু। এ দুই অভিনেতাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। ফজলুর রহমান বাবু বা মোশাররফ করিমকে কৌতুক অভিনেতার পুরস্কার দেওয়াকে হাস্যকর ঘটনাও বলেছেন কেউ কেউ। এই বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই অনেকের ফোন পেয়েছি। আমার ভক্ত-শুভাকাঙ্খিরা ব্যাপারটি ভালোভাবে নেয়নি বলেই মনে হয়েছে।’ ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘আমাকে যেই চরিত্রের জন্য কৌতুক চরিত্রে পুরস্কার দেওয়া হয়েছে সেটা কোনো কমেডি চরিত্র ছিল না। এটা একটা সিরিয়াস চরিত্র ছিল। চরিত্রটি হয়তো মজার ছিল।’ তবে তিনি পুরস্কার গ্রহণ করবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।