আব্দুল আহাদ : পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদস্বরূপ বুধবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক প্রতিবাদী মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন শতাধিক গৃহিণী।
তারা বলেন, সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হয়েছে। পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় পণ্য, রান্নাকে সুস্বাদু করার জন্য পেঁয়াজের ভ‚মিকা গুরুত্বপ‚র্ণ। এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এজন্য পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গৃহিণীদের এগিয়ে আসতে হবে। এতে মজুদদাররা সঠিক জবাব পাবে বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেচ্ছা হক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জাহানারা বেগম মিলন, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবি প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান